সব
সুনামগঞ্জের জগন্নাথপুরে জুমার নামাজ শেষে বার্ষিক ওয়াজ মাহফিলের তারিখ নির্ধারণ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে প্রায় বিশজন আহত হয়েছে। সংঘর্ষের খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। শেষ খবর পাওয়া পর্যন্ত পরিস্থিতি শান্ত রয়েছে।
স্থানীয়রা জানান, শুক্রবার (২৬ জানুয়ারি) বাদ জুমা রানীগঞ্জ ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের বার্ষিক সভা নিয়ে আলোচনা চলছিল। একপর্যায়ে তারিখ নির্ধারণ নিয়ে মসজিদের মুতায়াল্লি হান্নান মিয়া ও গ্রামের মুরুব্বি মুক্তার মিয়ার মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে গ্রামের খেলার মাঠে প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে প্রায় বিশজন আহত হয়েছে।
সংঘর্ষের খবর পেয়ে থানার ওসি মো. আমিনুল ইসলামের নেতৃত্বে তদন্ত অসি সুশংকর পাল, এসআই আরেফিন ইসলাম, এএসআই নুরুল আমিনসহ প্রায় ২৫ জন পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এ সংঘর্ষে মুতায়াল্লি হান্নান মিয়ার পক্ষের ইজাজ মিয়া, আক্কা মিয়া, জুবায়ের মিয়া, রুবেল মিয়া, বাদশা মিয়াসহ আরও অনেকেই আহত হয়। মুক্তার মিয়ার পক্ষের আব্দুল হাদী, আব্দুল ওয়াকিদ, হালিম মিয়া, রাকিব মিয়া, ছমির মিয়া, শাহীন মিয়া, আলী হোসেন, সোহেল মিয়া, আওলাদ মিয়া, আজাদ মিয়াসহ আরও অনেকেই আহত হয়েছে। আহতদের জগন্নাথপুর হাসপাতাল ও স্থানীয় ফার্মেসিতে চিকিৎসা দেওয়া হয়েছে।
এ ব্যাপারে জগন্নাথপুর থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, জুমার নামাজের পর আমরা জানতে পারি নোয়াগাঁও গ্রামে মারামারি হচ্ছে। সঙ্গে সঙ্গে আমাদের পুলিশ সদস্যদের সঙ্গে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। এখন পরিস্থিতি শান্ত রয়েছে।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি