সব
সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) সংসদীয় আসনে আওয়ামী লীগের নৌকার মনোনয়ন পাওয়ার প্রত্যাশায় শাল্লা উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন আল আমিন চৌধুরী। আল আমিন চৌধুরী নিজেই পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন পেতে রোববার (১৯ নভেম্বর) দলীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন সুনামগঞ্জের শাল্লা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল আমিন চৌধুরী। মনোনয়ন ফরম পূরণ করে দাখিলের আগেই স্থানীয় সরকার মন্ত্রণালয়ে উপজেলা চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেন তিনি।
এদিকে তার আবেদনের প্রেক্ষিতে স্থানীয় সরকার বিভাগ শাল্লা উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদটি শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে।
এ বিষয়ে আল আমিন চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি শাল্লা উপজেলার আওয়ামী লীগ মনোনীত নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলাম। দিরাই শাল্লার জনগণের সাপোর্ট নিয়ে আমি এমপি প্রার্থী।’
তিনি বলেন, ‘দিরাই-শাল্লার জনগণের দোয়া ও ভালোবাসা নিয়ে চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলাম।’
তিনি আরও বলেন, ‘আমার দৃঢ় বিশ্বাস আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবার আমাকে মনোনয়ন দেবেন। দিরাই-শাল্লা আসন থেকে নির্বাচিত হয়ে শেখ হাসিনার নৌকার বিজয় উপহার দেব। এ দুই উপজেলাকে স্মার্ট, মডেল ও সন্ত্রাসমুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলব। সেই সঙ্গে যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তনে আমার জীবন বিসর্জন দিতে প্রস্তুত আছি।’
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি