ছাতকে নিখোঁজের ১দিন পর সুরমা নদীতে মিলল যুবকের লাশ

ছাতক প্রতিনিধি;
  • প্রকাশিত: ২৪ মে ২০২৩, ৫:৫৭ অপরাহ্ণ | আপডেট: ৫ দিন আগে

সুনামগঞ্জের ছাতকের সুরমা নদী থেকে এখলাছ মিয়া (৪০) নামের যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৪ মে) সকালে সুরমা নদীর আন্ধারিগাঁও এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত এখলাছ মিয়া ছাতকের ইসলামপুর ইউনিয়নের দক্ষিণ গনেশপুর গ্রামের মৃত বশর উদ্দিনের ছেলে। গত সোমবার (২২ মে) সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলেন তিনি।

এখলাছ মিয়ার স্ত্রী রোজিনা বেগম বলেন, ওই দিন সন্ধ্যায় গ্রামের খলিল মিয়ার পুত্র মিলন মিয়া সহ কয়েকজন তার স্বামীকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। মিলন মিয়া তার স্বামীর ব্যবসায়িক পার্টনার। বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় সাথে করে ১ লক্ষ টাকা নিয়েছিলেন বলে জানান তিনি। এরপর থেকেই এখলাছ মিয়া নিখোঁজ রয়েছেন। এ ব্যাপারে মঙ্গলবার (২৩ মে) ছাতক থানায় একটি সাধারণ ডায়েরি করেন তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ছাতক থানার অফিসার ইনচার্জ খান মোহাম্মদ মাঈনুল জাকির বলেন, লাশ নদীতে ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। নিহত এখলাছ মিয়ার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে বলে জানান তিনি।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি