মৌলভীবাজারে বাস কেড়ে নিলো নারীর প্রাণ

মৌলভীবাজার প্রতিনিধি;
  • প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০২২, ১০:৪৯ অপরাহ্ণ | আপডেট: ২ বছর আগে

মৌলভীবাজারে বাসের ধাক্কায় প্রাণ গেলো রায়না বেগম (৩৫) নামে এক নারীর। শনিবার (৩ ডিসেম্বর) দুপুরে শহরের রহমান সিএনজি স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।

নিহত রায়না বেগম (৩৫) হবিগঞ্জ জেলার নবিগঞ্জ উপজেলার বাসিন্দা জুনেদ মিয়ার স্ত্রী। তিনি মৌলভীবাজার সদর উপজেলার আগিউন গ্রামের বাসিন্দা ভাই আব্দুল মুকিত মিয়ার বাড়িতে থাকতেন।

রায়না বেগমের ভাই মুকিত মিয়া বলেন, রায়না সকালে আমার বাড়ি থেকে ডাক্তার দেখাতে শহরে এসেছিল। শহরের কুসুমভাগ এলাকায় রাস্তা পারাপারের সময় একটি বাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

 

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি