বড়লেখায় স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

বড়লেখা প্রতিনিধি;
  • প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২২, ৮:৫০ অপরাহ্ণ | আপডেট: ২ বছর আগে

মৌলভীবাজারের বড়লেখায় রহিম আহমদ (১৪) নামে এক স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলার বর্ণি ইউনিয়নের উত্তর বর্ণি গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়।

সপ্তম শ্রেণির শিক্ষার্থী রহিম বর্ণি ইউনিয়নের পাকশাইল গ্রাম মৃত হোসেন আহমদের ছেলে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, স্কুলছাত্র রহিম আহমদের বাবা-মা নেই। সে উত্তর বর্ণি গ্রামে নানাবাড়িতে থেকে স্থানীয় একটি বিদ্যালয়ে পড়ালেখা করতো। মঙ্গলবার (১৫ নভেম্বর) দিবাগত রাতে খাবার খেয়ে নিজ শয়নকক্ষে ঘুমিয়ে পড়ে রহিম। বুধবার সকালে স্কুলে যাওয়ার সময় অতিবাহিত হলেও ঘুম থেকে না ওঠায় তার খালা রহিমের শয়নকক্ষের জানালা খুলে দেখেন গলায় কাপড় বাধা অবস্থায় রহিমের দেহ ফ্যানের সঙ্গে ঝুলছে। পরে থানায় খবর দিলে বড়লেখা থানার উপ-পরিদর্শক (এসআই) আতাউর রহমান ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুরতহাল করেন। এরপর ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়।

লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতকারী বড়লেখা থানার উপ-পরিদর্শক (এসআই) আতাউর রহমান বলেন, লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে আত্মহত্যার কারণ নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।’

 

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি