শ্রীমঙ্গলে পিকআপ উল্টে ২ শ্রমিক নিহত, আহত ৬

শ্রীমঙ্গল প্রতিনিধি;
  • প্রকাশিত: ৩ মার্চ ২০২৫, ৫:৫২ অপরাহ্ণ | আপডেট: ২ মাস আগে

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কে শ্রমিক নিয়ে যাওয়ার পথে পিকআপ ভ্যানের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ২ শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন ৬ জন ।

সোমবার (০৩ মার্চ) সকাল ১০ টার দিকে উপজেলার সাতগাঁও ইউনিয়নের সাতগাঁও চা কারখানার কাছে এই দুর্ঘটনাটি ঘটেছে।

উপজেলার ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কে শ্রমিক নিয়ে যাওয়ার পথে পিকআপ ভ্যানের চাকা ফেটে দুর্ঘটনায় পড়ে পিকআপ ভ্যানটি।

নিহতরা হলেন, হৃদয় রবিদাস (১৯), ও বিলাস দাস (১৭)। নিহত দুইজন ইট ভাটায় শ্রমিকের কাজ করতেন।

শ্রীমঙ্গলের সাতগাঁও হাইওয়ে থানার ওসি সাইফুর রহমান জানান, নিহত ‘শ্রমিকরা ইট ভাটায় শ্রমিকের কাজ করেন, দুর্ঘটনার সময় তারা পিকআপ এ করে কাজে যাচ্ছিলেন। পথিমধ্যে গাড়ির চাকা ফেটে গাড়ি নিয়ন্ত্রণ হারালে শ্রমিকরা গাড়ি থেকে ছিটকে পড়ে। পরে স্থানীয়দের সহযোগিতায় আমরা আহতদের উদ্বার করে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠাই। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় আরো ৬ জন আহত আছেন। পিকআপ গাড়ির চালককে এখনো পাওয়া যায়নি।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি