সব
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নে ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কার্যক্রমের আওতায় ২০২৩-২০২৪ চক্রের উপকারভোগীদের স্ব স্ব ব্যাংক হিসাবে জমাকৃত সঞ্চয়ের টাকা ফেরত দেওয়া হয়েছে।
বিগত ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখ ভিডব্লিউবি কার্যক্রমের ২০২৩-২০২৪ চক্রের মেয়াদ শেষ হওয়ায় অদ্য ৩০ জানুয়ারি ২০২৫ তারিখ বৃহস্পতিবার কমলগঞ্জ সদর ইউনিয়নের ১২২ জন উপকারভোগীর জনপ্রতি ২ বছরের সঞ্চয়ের ৫ হাজার ২৮০ টাকা করে ফেরত দেওয়া হয়।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে কমলগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ চত্বরে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এর আয়োজনে সঞ্চয় ফেরত প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সঞ্চয় বিতরণ করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ হোসেন আরা তালুকদার। এ ছাড়া উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ সোলেমান হাসান এবং ফেইথ ইন একশন (এনজিও) কর্মী,মশাহিদ আলী, রাজু দত্ত প্রমুখ।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ভিডব্লিউবি কার্যক্রমের আওতায় উপজেলাধীন ৯ টি ইউনিয়নে ২০২৩-২০২৪ চক্রে ১ হাজার ৪ শত ২৯ জন কার্ডধারী নারীকে প্রতিমাসে ৩০ কেজি করে চাল দেওয়া হতো। চাল দেওয়ার সময় প্রত্যেকের কাছ থেকে প্রতিমাসে ২২০ টাকা করে সঞ্চয় তাদের নিজ নামীয় ব্যাংক হিসাবে জমা রাখা হতো। মেয়াদ শেষ হওয়ায় ভিডব্লিউবি উপকারভোগী নারীদের সঞ্চয়ের টাকা ফেরত দেওয়া হচ্ছে।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি