শ্রীমঙ্গলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বৈচিত্র্যময় সংস্কৃতি নিয়ে ‘হারমোনি ফেস্টিভ্যাল’ অনুষ্ঠিত

শ্রীমঙ্গল প্রতিনিধি;
  • প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২৫, ৭:৫৫ অপরাহ্ণ | আপডেট: ১ মাস আগে

পর্যটন শিল্পকে বিকশিত করার লক্ষ্যে বিভিন্ন নৃগোষ্ঠীর ঐতিহ্যবাহী খাবার, পণ্য ও বৈচিত্র্যময় সংস্কৃতি নিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তিন দিনব্যাপী ‘হারমোনি ফেস্টিভ্যাল’ শুরু হয়েছে।

শুক্রবার বিকালে উপজেলার কাকিয়াছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এর উদ্যোগে আয়োজিত ‘হারমোনি ফেস্টিভ্যাল’ এর উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া।

হারমোনি ফেস্টিভ্যালের সাংস্কৃতিক অনুষ্ঠান প‌রিবেশনায় ক্রমানুসারে খা‌সিয়া, গারো, ম‌ণিপুরী, ত্রিপুরা, সবর, খা‌ড়িয়া, রি‌কিয়াসন, বারাইক, কন্দ, রাজবল্বব, ভূঁইয়া, সাঁওতাল, ওরাও, গড়াইত, মুন্ডা, কুর্মী, ভু‌মিজ, বুনারা‌জি, লোহার, গঞ্জু, কড়া জনগোষ্ঠীর লোকেরা অংশ নেন।

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবু তাহের মুহাম্মদ জাবের এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয়ের সচিব মিজ নাসরীন জাহান, সিলেট বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খান মো. রেজা-উন-নবী, এসএমই ফাউন্ডেশন এর ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী। এছাড়া স্বাগত বক্তব্য রাখেন- মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন ও মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায়।

মেলায় স্থানীয় বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বিভিন্ন উপকরণ প্রদর্শনীসহ এ অঞ্চলের তাদের ঐতিহ্যবাহী সুস্বাদু খাবারের ৫০টি স্টলের পাশাপাশি প্রায় ২৬টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নিজস্ব সংস্কৃতি অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরা হয়। অতিথিরা তাদের বর্ণিল জীবন ও সংস্কৃতির প্রথম দিনের আয়োজন রাত পর্যন্ত উপভোগ করেন। শুক্রবার (১০ জানুয়ারি) শুরু হওয়া বৈচিত্র্যের এই মেলবন্ধনের উৎসবটি চলবে রোববার (১২ জানুয়ারি) রাত ৮ টা পর্যন্ত।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি