সব
পর্যটন শহর শ্রীমঙ্গলের দীর্ঘদিনের সমস্যা কলেজ সড়কের পাশে অবস্থিত পৌরসভার ময়লার ভাগাড়। এই ভাগাড়ের দুর্গন্ধে ভোগান্তি পোহাতে হচ্ছে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় এলাকাবাসীর।
ময়লার ভাগাড়টির পাশেই তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ১০ হাজার শিক্ষার্থী পড়াশোনা করে। এ ছাড়া ময়লার ভাগাড়ের পাশে রয়েছে আরও দুটি আবাসিক এলাকা। সেখানেও কয়েক হাজার মানুষের বসবাস। স্কুল, কলেজ, মাদ্রাসায় আসা শিক্ষার্থী ও অভিভাবকদের দেখা গেছে নাকে মুখে রুমাল বা হাত চেপে চলাচল করতে।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) শ্রীমঙ্গলে শহরের তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীদের একটি বিক্ষোভ মিছিল বের হয়ে চৌমুহনী চত্বরে এসে অবস্থান নেয়। পরে শ্রীমঙ্গল পৌরসভার প্রশাসক এডিসি মোছাম্মৎ শাহিনা আক্তারের কাছে স্মারকলিপি জমা দেন শিক্ষার্থীরা।
শ্রীমঙ্গল পৌরসভা সূত্রে জানা গেছে, শ্রীমঙ্গল পৌরসভা কর্তৃপক্ষ ময়লার ভাগাড় কলেজ সড়ক থেকে স্থানান্তরের উদ্যোগ নিলেও মামলা জটিলতায় স্থানান্তরিত হচ্ছে না ভাগাড়টি। ভাগাড়টি স্থানান্তরের জন্য ২০১৭ সালে উপজেলার সদর ইউনিয়নের জেটি রোড এলাকায় ১ কোটি ৮৪ লাখ টাকা দিয়ে নতুন ভাগাড়ের জন্য ২ দশমিক ৪৩ একর জমি কেনা হয়েছিল। সে সময় জমিতে সীমানাপ্রাচীর নির্মাণের সময় ওই এলাকার ফয়েজ উদ্দিন নামে এক ব্যক্তি আদালতে মামলা করেন। এ মামলার প্রেক্ষিতে আদালত ২০২৩ সালের ১৩ মে পর্যন্ত কাজ বন্ধ রাখার নির্দেশ দেন। আদালতের নির্দেশের কারণে পৌরসভা থেকে উদ্যোগ নেওয়া কলেজ সড়ক থেকে ময়লার ভাগাড় অপসারণের কাজটি বন্ধ হয়ে যায়। তবে মামলার বাদীর মৃত্যু হলেও আদালতের স্থগিতাদেশের কারণে এই অচলাবস্থা সৃষ্টি হয়েছে।
শিক্ষার্থী উম্মে নাফিসা মাইমুনাহ বলেন, আমরা চাচ্ছি, আমাদের দাবি যত দ্রুত সম্ভব পূরণ করা হোক। আর আমাদের দাবি যদি বাস্তবায়ন বা পূরণ না করা হয়, তাহলে অবস্থা কিন্তু বেশি ভালো হবে না।
একাধিক শিক্ষার্থীরা জানান, ময়লার দুর্গন্ধের জন্য শারীরিকভাবে আমরা অসুস্থ হয়ে পড়ছি। আমাদেরকে অনেকবার মিথ্যা আশ্বাস দেওয়া হয়েছে ময়লার ভাগাড় সরানো হবে। কিন্তু কোনো কাজ হয়নি।
শ্রীমঙ্গল পৌরসভা প্রশাসক এডিসি মোছাম্মৎ শাহিনা আক্তার বলেন, প্রথমে আমি ময়লার ভাগাড় ও অধিগ্রহণকৃত স্থান পরিদর্শন করেছি। তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে দীর্ঘদিন ধরে ময়লার ভাগাড় রয়েছে। এটি দ্রুত অপসারণের ব্যবস্থা গ্রহণ করা উচিত। আগে নানা কারণে কাজটি করা হয়নি।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি