রাজনগরে বিদ্যুৎপৃষ্ট হয়ে যুবক নিহত

রাজনগর প্রতিনিধি;
  • প্রকাশিত: ২৯ মে ২০২৪, ৯:৫৭ অপরাহ্ণ | আপডেট: ৭ মাস আগে

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় বিদ্যুৎপৃষ্ট হয়ে আদিল মিয়া নামের যুবক নিহত হয়েছে।

বুধবার বিকালে উপজেলার পরচক্র গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় হামিদ মিয়া (৪০), তার স্ত্রী শাপলা বেগম ও ভাতিজা রূপন মিয়া গুরুত্বর আহত হয়েছেন। নিহত আদিল প্রবাসী ছালিক মিয়া’র ছেলে।

রাজনগর থানা পুলিশ ও স্থানীয়দের কাছ থেকে জানা যায়, আহত হামিদ মিয়া বসত ঘর থেকে অটোরিক্সায় চার্জ দিতে চাচ্ছিলেন। এসময় তিনি বিদ্যুৎপৃষ্ট হয়ে শর্টকে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে বাঁচানোর জন্য তার স্ত্রী শাপলা বেগম, ভাতিজা রূপন মিয়া ও আদিল মিয়া এগিয়ে আসলে সবাই বিদ্যুৎপৃষ্ট হন। স্থানীয়রা ৪জনকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আদিল মিয়া’কে মৃত ঘোষণা করেন। আহত ৩ জনের মধ্যে রূপন মিয়া’র অবস্থা আশস্কাজনক হলে তাকে সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে স্থানান্তর করা হয়।

রাজনগর থানার ওসি আব্দুর ছালেক জানান, বিদ্যুৎ থেকে অটোরিক্সায় চার্জ দিতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার বিস্তারিত তথ্য জানার জন্য আমাদের অনুসন্ধান চলছে।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি