হবিগঞ্জে পর্নোগ্রাফি মামলায় যুবক কারাগারে

মাধবপুর প্রতিনিধি;
  • প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৩, ৫:৫৭ অপরাহ্ণ | আপডেট: ২ সপ্তাহ আগে

গোপনে মেয়েদের ছবি ও ভিডিও বানিয়ে ফেসবুকে ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে অর্থ আদায় করে বাহার মিয়া। এ অভিযোগে বৃহস্পতিবার (১৭ নভেম্বর) রাত ১০টায় হবিগঞ্জের মাধবপুরে পর্ণোগ্রাফি মামলায় বাহার মিয়া (২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

মাধবপুর থানার এস আই পনুয়েলে’র নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে উপজেলার নারায়নপুর টঙ্গীর মোড় এলাকায় বাহারকে গ্রেপ্তার করে। সে নোয়াপাড়া ইউনিয়নের ইসলামাবাদ গ্রামের মৃত আলেফ খাঁর ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, বাহার মিয়া ফেসবুকে ভুয়া আইডি খোলে একই গ্রামের জনৈক ব্যক্তির মেয়ের আপত্তিকর ছবি পোষ্ট করে। এই ঘটনায় সেলিম মাহমুদ লিটন বাদি হয়ে হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (কগ-৬) আদালতে মামলা আমলে নিয়ে রেকর্ড করতে থানাকে নির্দেশ দেন। এরই পরিপ্রেক্ষিতে মাধবপুর থানা পুলিশ বাহারের নামে মামলা রুজু করে তাকে গ্রেপ্তার করে।

ভুক্তভোগী তরুণীর বাবা জানান, বাহার দীর্ঘদিন ধরে গোপনে মেয়েদের ছবি তুলে এবং তা দিয়ে ভিডিও বানিয়ে সেই ভিডিও ফেসবুকে ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে অর্থ আদায় করে আসছে। তাকে অর্থ দিতে অপরাগতা করলেই ছবি ও ভিডিও ফেসবুকে ছেড়ে দেয়।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন মাধবপুর থানার ওসি রকিবুল ইসলাম। তিনি জানান, পর্ণোপ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ ধারা মামলার আসামি বাহারকে হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি