হবিগঞ্জে বিএনপির সাথে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, ১০ গাড়ি ভাংচুর

হবিগঞ্জ প্রতিনিধি;
  • প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৩, ৭:৫১ অপরাহ্ণ | আপডেট: ২ সপ্তাহ আগে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে প্রত্যাখ্যান করে হবিগঞ্জ জেলা শহরে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। ঘটনাস্থলে পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

বুধবার (১৫ নভেম্বর) রাত ৮টার দিকে শহরের মুসলিম কোয়াটারে এ ঘটনা ঘটে।

এ সময় অন্তত ১০টি গাড়ি ভাংচুর করা হয়। পরে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছে বিএনপি নেতাকর্মীরা।

স্থানীয়রা জানান, রাত ৮টার দিকে শহরের মুসলিম কোয়াটারে বিএনপি নেতাকর্মীরা লাঠি হাতে নিয়ে ব্যাপক ভাংচুর চালায়। এতে অন্তত ১০টি যানবাহন ভাংচুর করা হয়েছে বলে জানা গেছে।

হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. খলিলুর রহমান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৩ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করেছে। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। হামলাকারীদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি