হবিগঞ্জ বিএনপির ১২ নেতাকর্মীর জামিন

সিলেট ডায়রি ডেস্ক;
  • প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৩, ১০:৩৬ অপরাহ্ণ | আপডেট: ১ বছর আগে

সিলেট বিভাগ আইন সহায়তা সেলের আইনি সহযোগিতায় জামিন পেয়েছেন হবিগঞ্জ বিএনপির ১২ নেতাকর্মী। বৃহস্পতিবার (৯ নভেম্বর) হবিগঞ্জের বাহুবল ও চুনারুঘাট থানায় দায়েরকৃত মামলায় জামিন পান তারা।

বাহুবল থানার দায়েরকৃত মামলায় বিএনপির ১০ জন নেতাকর্মী স্বেচ্ছায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত শুনানি শেষে আটজনের জামিন মঞ্জুর করেন এবং দু’জনকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

অপরদিকে চুনারুঘাট থানায় দায়েরকৃত মামলায় কারাগারে থাকা চারজন বিএনপি নেতাকর্মী জামিন আবেদন করলে হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাদের জামিন মঞ্জুর করেন। জামিন শুনানিতে অংশগ্রহণ করেন হবিগঞ্জ জেলা আইন সহায়তা সেলের প্রতিনিধি অ্যাডভোকেট মো. আফজাল হোসেন ও অ্যাডভোকেট সৈয়দ জাদিলসহ অর্ধশতাধিক আইনজীবী।

সিলেট বিভাগ আইন সহায়তা সেলের তত্ত্বাবধায়ক রাজনীতিবিদ রফি আহমদ চৌধুরী বলেন, বিরোধী মত ও আন্দোলন দমনের উদ্দেশে বিএনপিসহ ও প্রগতিশীল গণসংগঠনগুলোর নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে গণআন্দোলন থামানো যাবে না। তিনি অবিলম্বে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা, গ্রেপ্তারি পরোয়ানা ও হয়রানি বন্ধের দাবিও জানান।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি