হবিগঞ্জে গলায় ফাঁস দিয়ে কিশোরের আত্মহত্যা

আজমিরীগঞ্জ প্রতিনিধি;
  • প্রকাশিত: ৫ মার্চ ২০২৩, ৯:৪১ অপরাহ্ণ | আপডেট: ২ বছর আগে

হবিগঞ্জের আজমিরীগঞ্জে নিজের বসত ঘরে গলায় ফাঁস দিয়ে এখলাছ মিয়া (১৪) নামে এক কিশোর আত্মহত্যা করেছে।

শনিবার (৪ মার্চ) বিকাল সাড়ে চারটায় উপজেলার কাকাইলছেও ইউনিয়নের কামালপুরে এই ঘঠনা ঘটে। আত্মহত্যারী এখলাছ মিয়া কামালপুর গ্রামের বড় বাড়ির বাসিন্দা দ্বীন ইসলাম মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানাযায়, শনিবার বিকালে পরিবারের সকলের অগোচরে নিজের বসত ঘরে গলায় ফাঁস লাগায় এখলাছ মিয়া। পরিবারের লোকজন বিষয়টি আঁচ করতে পেরে এখলাছ মিয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। শনিবার রাতে এখলাছ মিয়ার স্বজনরা তার মরদেহ নিয়ে গ্রামের বাড়িতে চলে যায়।

রবিবার (৫ মার্চ) ভোরে খবর পেয়ে আজমিরীগঞ্জ থানা পুলিশ কামালপুর গ্রামে গিয়ে এখলাছ মিয়ার মরদেহ আজমিরীগঞ্জ থানায় নিয়ে আসেন। রবিবার বিকালে মরদেহের সুরত হাল তৈরি করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয় ।

আজমিরীগঞ্জ থানার ওসি মাসুক আলী ঘঠনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে আজমিরীগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি