ব্রাজিল-আর্জেন্টিনা দ্বন্দ্বে একজনকে পিটিয়ে হত্যা

হবিগঞ্জ প্রতিনিধি;
  • প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২২, ৭:০৮ অপরাহ্ণ | আপডেট: ২ বছর আগে

হবিগঞ্জের বাহুবলে বিশ্বকাপ ফুটবল খেলাকে কেন্দ্র করে শহিদ মিয়া (৫০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়রছে। তিনি উপজেলার আদিত্যপুর গ্রামের বাসিন্দা।

শনিবার (১০ ডিসেম্বর) দুপুরে এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।

স্থানীয়রা জানান, শুক্রবার (৯ ডিসেম্বর) রাতে খেলা চলাকালীন সময় বাহুবল উপজেলার আদিত্যপুর গ্রামের ব্রাজিল সমর্থক টেনু মিয়ার ছেলে সজিব মিয়ার সাথে একই গ্রামের আর্জেন্টিনা সমর্থক শহিদ মিয়ার ছেলে রুখন মিয়ার কথা কাটাকাটি হয়। এ নিয়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। বিষয়টি সাময়িকভাবে নিষ্পত্তি করে দেন স্থানীয়রা।

এর জের ধরে শনিবার দুপুরে শহিদ মিয়া স্থানীয় হাওর থেকে ফেরার পথে প্রতিপক্ষের লোকজন তাকে পিটিয়ে আহত করে। গুরুতর আহত অবস্থায় তাকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে বাহুবল থানার পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদেন্তর জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করে।

বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি