সব
হবিগঞ্জে ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে কনস্টেবলের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (৬ ডিসেম্বর) ভোরে হবিগঞ্জ শহরের ২ নম্বর পুল এলাকার ভাড়া বাসায় ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে মারা যান তিনি। তার বাড়ি সিলেটের জৈন্তাপুর উপজেলার নিজপাট গ্রামের আব্দুল মন্নানের ছেলে রুবেল আহমদ (৩২। ট্রাফিক পুলিশের কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন হবিগঞ্জ জেলায়।
হবিগঞ্জের অতিরিক্ত পুলশি সুপার (বানিয়াচং সার্কেল) পলাশ রঞ্জন দে’কে কমিটির প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়েছে।
মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার এস এম মুরাদ আলি।
তিনি বলেন, পুলিশ সদস্য রুবেল আহমেদের মৃত্যুর সঠিক কারণ উদঘাটনের জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের মাধ্যমে অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে জানা যাবে।
তিনি আরও বলেন, নিহত পুলিশের মরদেহ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিকেলে পুলিশ লাইনে তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর আইনি প্রক্রিয়া শেষে পরিবারের সদস্যদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
জানা যায়, মঙ্গলবার ভোরে হবিগঞ্জ শহরের ২ নম্বর পুল এলাকায় ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে কনস্টেবল রুবেল মারা যান। তিনি পুল এলাকায় সিরাজ উদ্দিন খান নামের এক ব্যক্তির বাসায় ভাড়া থাকতেন। ভোরে স্থানীয় বাসিন্দারা হঠাৎ ওই ঘরে আগুন দেখতে পান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে তালাবদ্ধ ঘর থেকে কনস্টেবল রুবেলের পুড়ে যাওয়া মরদেহ উদ্ধার করা হয়।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি