কীটনাশক খেয়ে হবিগঞ্জে প্রাণ গেল দুই ভাইয়ের

হবিগঞ্জ প্রতিনিধি;
  • প্রকাশিত: ২০ নভেম্বর ২০২২, ৯:১৫ অপরাহ্ণ | আপডেট: ২ বছর আগে

হবিগঞ্জে রান্নাঘরে রাখা কীটনাশক খেয়ে মোবারক হোসেন (৩) ও আলী নুর হোসেন (৫) নামে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। রোববার (২০ নভেম্বর) সকালে জেলার সদর উপজেলার নোয়াবাদ এলাকায় এ ঘটনা ঘটে। শিশু দুটি ওই এলাকার আক্তার হোসেনের ছেলে।

হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ইউসুফ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় লোকজন ও শিশুদের স্বজনরা জানান, শিশুরা রান্নাঘরে খেলা করার সময় একটি ঝুড়িতে রাখা কীটনাশক খেয়ে ফেলে। পরে তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু মোবারক হোসেনকে মৃত ঘোষণা করেন। এর আধা ঘণ্টা পর আলী নুরও মারা যায়।

শিশুদের বাবা আক্তার হোসেন বলেন, রান্নাঘরের মসলার ঝুড়িতে কীটনাশক রাখা ছিল। সেখান থেকে সকালে কেউ বের করে ভুলবশত নিচে রেখে দেয়। শিশুরা রান্নাঘরে খেলার সময় কীটনাশক খেয়ে ফেলে। এরপর অসুস্থ হয়ে পড়লে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে যাওয়ার পর আরেকজন মারা যায়।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি