হবিগঞ্জে ট্রাক-কাভার্ডভ্যানের সংঘর্ষে যুবক নিহত

বাহুবল প্রতিনিধি;
  • প্রকাশিত: ১ আগস্ট ২০২৪, ২:৩৭ অপরাহ্ণ | আপডেট: ৪ মাস আগে

হবিগঞ্জের বাহুবলে ট্রাক-কাভার্ডভ্যানেরর সংঘর্ষে সোহেল রানা নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন।

বৃহস্পতিবার (১ আগস্ট) সকাল ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার পুটিজুরী মাজার গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোহেল রানা শেরপুর নকলা উপজেলার কায়দা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যানের চালক ছিলেন। আহত হয়েছেন যশোর কেশবপুর উপজেলার লক্ষীনাথকাটি গ্রামের বাসিন্দা ও ট্রাকচালক জায়েদ মিয়া।

বাহুবল ফায়ার সার্ভিসের লিডার জয়নাল আবেদিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকাগামী কাঁচামাল বোঝাই ট্রাকের সঙ্গে সিলেটগামী একটি কাভার্ডভ্যানের সংঘর্ষ হয়। এতে ট্রাকটি মহাসড়কের পাশে উল্টে যায়। আমরা ট্রাক ও কাভার্ডভ্যানচালককে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক কাভার্ডভ্যানচালক সোহেলকে মৃত ঘোষণা করেন। আহত ট্রাকচালককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি