সব
হবিগঞ্জের আজমিরীগঞ্জে হাওরে নৌকায় বিদ্যুৎস্পর্শে অসীম চন্দ্র দাস (১৯) নামে এক কলেজশিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২১ জুন) সকালে উপজেলার বদলপুর ইউনিয়নের ঝিলুয়া গ্রাম সংলগ্ন হাওরে এ ঘটনা ঘটে।
মৃত অসীম দাস জেলার বানিয়াচং উপজেলার দৌলতপুর ইউনিয়নের আইড়ামুগুর গ্রামের যশু চন্দ্র দাসের পুত্র ও আজমিরীগঞ্জ উপজেলার বদলপুর ইউনিয়নের পাহাড়পুর আদর্শ কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অসীম দাসের পিতা বর্ষাকালে নৌকা দিয়ে যাত্রী পরিবহনের কাজ করেন। সকাল ১০টায় বাবাকে সহায়তা করতে নৌকায় যাত্রী নিয়ে নিজ গ্রাম আইড়ামুগুর থেকে বানিয়াচং উপজেলার আদর্শ বাজারের উদ্দেশ্যে রওনা দেয় অসীম। কিছুক্ষণ পর নৌকাটি ঝিলুয়া গ্রামের পাশে হাওরে পৌঁছার পর অসাবধানতাবশত উপরে ঝুলন্ত বিদ্যুৎতের তারে বিদ্যুৎস্পর্শে পানিতে পড়ে যায় অসীম। এ সময় নৌকায় থাকা অসীমের পরিবারের লোকজন ও যাত্রীরা অসীমকে উদ্ধার করে প্রথমে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক অসীমকে মৃত ঘোষণা করেন।
আইড়ামুগুর গ্রামের ইউপি সদস্য সুবীর কুমার দাস বলেন, যাত্রী নিয়ে যাবার সময় ঝিলুয়ার চক নামক স্থানে বিদ্যুৎতের মেইন তারে বিদ্যুৎস্পর্শ হয় অসীম। এ সময় তাকে উদ্ধার করে প্রথমে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে জেলা আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
আজমিরীগঞ্জ থানার ওসি মো. ডালিম আহমেদ অসীমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি