জামিন পেলেন সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী

হবিগঞ্জ প্রতিনিধি;
  • প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৪, ৭:৩৩ অপরাহ্ণ | আপডেট: ৪ মাস আগে

হবিগঞ্জের মাধবপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও ভাঙচুরের মামলায় সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীর জামিন মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে হবিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হাসানুল ইসলাম এ জামিন মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ কোর্ট পুলিশের ওসি মো. নাজমুল ইসলাম।

পুলিশ জানায়, গত ১৯ সেপ্টেম্বর মাধবপুর এলাকার আমিনুর রহমান বাদী হয়ে সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীকে প্রধান আসামি করে আ.লীগের অর্ধশতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে হামলা ও ভাঙচুরের অভিযোগে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় ২৫ সেপ্টেম্বর আদালতে মামলার সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তা মাহবুব আলীকে গ্রেপ্তার দেখানোর আবেদন করলে আদালত শ্যোন গ্রেপ্তার দেখান।

ওই মামলায় মঙ্গলবার দুপুরে মাহবুব আলীর আইনজীবীরা জামিন আবেদন করলে আদালত শুনানি শেষে জামিন মঞ্জুর করেন।

হবিগঞ্জ পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সালেহ আহমেদ জানান, অসুস্থতা বিবেচনায় মাহবুব আলীকে ভাঙচুর মামলায় অস্থায়ী জামিন দেওয়া হয়েছে। তবে তিনি ঢাকার হত্যা মামলায় কারাগারে রয়েছে।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি