সিলেটে আরও ১৫৯ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক;
  • প্রকাশিত: ১৮ আগস্ট ২০২০, ৫:০৬ অপরাহ্ণ | আপডেট: ৫ বছর আগে

সিলেটে আরও ১৫৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মঙ্গলবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ল্যাব ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের রিপোর্ট পজেটিভ আসে।

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে মঙ্গলবার নমুনা পরীক্ষায় আরো ৫৯ জনের করোনা শনাক্ত হয়েছে। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় এ তথ্য নিশ্চিত করে বলেন, মঙ্গলবার ওসমানীর ল্যাবে ২৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৫৯ জনের দেহে করোনাভাইনাস শনাক্ত হয়। তিনি জানান, ওসমানীর ল্যাবে সোমবার ২০১ জনের নমুনা জমা পড়ে।

একইদিনে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে আরও ১০০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। যাদের ৬৩ জনই সুনামগঞ্জ জেলায় বাসিন্দা। অন্যদের মধ্যে ১৮ জন হবিগঞ্জের ও ১৯ জন সুনামগঞ্জের বাসিন্দা বলে জানান বিশ্ববিদ্যালয়টির জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জি এম নুরুন্নবি আজাদ জুয়েল। তিনি জানান, শাবির ল্যাবে মঙ্গলবার সিলেটের ৯৭টি, হবিগঞ্জের ৩৩টি ও সুনামগঞ্জের ৮৪ টিসহ মোট ২১৪ টি নমুনা সংগ্রহ করা হয়। তবে পূর্বের সংগ্রহে থাকা আরও কয়েকটিসহ নমুনা নিয়ে মোট ৩৭৬টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় তাদের মধ্যে ১০০ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি