সব
বাংলাদেশ সাম্যবাদী দলের পলিট ব্যুরো সদস্য, সিলেট জেলার সাধারণ সম্পাদক ও প্রবীণ রাজনীতিবিদ কমরেড ধীরেণ সিংহ মৃত্যুবরণ করেছেন। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
এক শোক বার্তায় সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
মঙ্গলবার (০৬ডিসেম্বর ) রাতে নগরীর একটি বেসরকারি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মতো একজন সৎ ও আদর্শিক রাজনীতিবিদের মৃত্যু সমাজ ও দেশের জন্য অপূরণীয় ক্ষতি। সমাজ পরিবর্তনের মন্ত্রে দীক্ষিত এমন একজন নিখাঁত খাঁটি দেশপ্রমিক গণমানুষের নেতার মৃত্যুতে শোকের ছায়া বহিছে।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি