সব
সিলেট নগরীর শামীমবাদ এলাকা থেকে ফেন্সিডিলের চালান আটক করেছে পুলিশ। এসময় পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
তবে ফেন্সিডিলের চালান বহনকারী সিএনজি অটোরিকশা জব্দ করেছে কোতোয়ালি থানা পুলিশ।
রোববার রাত সাড় ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি থানার ওসি সেলিম মিঞা’র নেতৃত্বে পুলিশের একটি দল শামীমাবাদ এলাকার ৪নং রোডে এ অভিযান পরিচালনা করেন। পরে সিএনজি অটোরিকশা তল্লাশি করে বস্তাবন্দি ২শত বোতল ফেন্সিডিল উদ্ধার করে।
এ ঘটনায় থানায় মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালি থানার ওসি সেলিম মিঞা। তিনি জানান, গোপন তথ্যে পুলিশ এ অভিযান পরিচালনা করেন। এসময় পুলিশ কাউকে আটক করতে পারেনি। তবে পুলিশ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরী লিঃ