সব
অব্যাহত ধর্ষণ, বিচার বহির্ভূত হত্যাকান্ড ও বিচারহীনতার প্রতিবাদে আগামী শুক্রবার (১৩ নভেম্বর) বিকাল ৩টায় ‘ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে বাংলাদেশ, সিলেট’ এর বিভাগীয় সমাবেশ সফল করতে সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় সিলেট কেন্দ্রীয় শহিদমিনার প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন, চারণ সাংস্কৃতিক কেন্দ্র সিলেট জেলার আহ্বায়ক নাজিকুল রানা, বিজ্ঞান আন্দোলন মঞ্চ সিলেট জেলার সমন্বয়কারী প্রণব জ্যোতি পাল, যুব ইউনিয়ন সিলেট জেলার সহ-সাধারণ সম্পাদক এসকে শাকিল, ছাত্রফ্রন্ট সিলেট নগরের সাবেক সভাপতি রেজাউর রহমান রানা, উদীচী সিলেট জেলার সাধারণ সম্পাদক ইয়াকুব আলী, উদীচী সিলেট জেলার নেতা সন্দীপ দেব, ছাত্রফ্রন্ট সিলেট নগরের সভাপতি সঞ্জয় কান্ত দাস, ছাত্র ইউনিয়ন সিলেট জেলার সাধারণ সম্পাদক নাবিল এইচ, ছাত্রফ্রন্ট সিলেটের সংগঠক ফাহিম আহমদ চৌধুরী, ছাত্রফ্রন্ট নগর শাখার সাধারণ সম্পাদক সাদিয়া নওশীন তাসনিম প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ‘বিচারহীনতার সংস্কৃতির কারণে দেশে একের পর এক খুন, ধর্ষণের ঘটনা ঘটছে। বর্তমান সরকার জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুরোপুরি ব্যর্থ। এমতাবস্থায় দেশের জনগণকে রাজপথে নেমে আন্দোলন করে নিজেদের অধিকার আদায় করতে হবে। এসময় বক্তারা আগামী শুক্রবারের বিভাগীয় সমাবেশে সিলেট সকল শ্রেণি-পেশার মানুষকে উপস্থিত থাকার আহ্বান জানান।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরী লিঃ