সব
সিলেটের এয়ারপোর্ট থানা এলাকার লাক্কাতুরায় পাথর বোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
খবর পেয়ে এয়ারপোর্ট থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। শুক্রবার রাত ৯টায় এ ঘটনাটি ঘটে। নিহত পিয়াস চক্রবর্তী (২৫) বাগবাড়িস্থ মণিপুরি পাড়া এলাকার বাসিন্দা।
এ ঘটনায় মোটরসাইকেলের আরোহী রনি দাশ ও মিজানুর রহমান নামের আরও দুজন আহত হয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেন এয়ারপোর্ট থানার ওসি শাহাদাৎ হোসেন বলেন মোটরসাইকেল নিয়ে ৩ জন এয়ারপোর্ট এলাকায় যাচ্ছিলেন। আর পাথর বোঝাই ট্রাকটি (ঢাকা মেট্রো-ট-১২-১০৪০) সিলেট নগরীর দিকে আসছিল। লাক্কাতুরা এলাকায় ট্রাকটি আসামাত্রই দ্রুতগামি মোটরসাইকেলের সাথে ট্রাকের ধাক্কা লাগে। এসময় পিয়াস নামের যুবক ট্রাকের চাকার নীচে পড়ে গিয়ে ঘটনাস্থলে মারা যান।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরী লিঃ