সব
সারাদেশে ধর্ষণ ও নারী নির্যাতন বন্ধ হওয়াসহ ধর্ষণের জন্য গড়ে ওঠা পরিবেশ নিয়ন্ত্রনের দাবিতে হবিগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে ১১ঘটিকায় বৃষ্টির মধ্যে হবিগঞ্জ ঢাউন হল প্রাঙ্গনে সচেতন হবিগঞ্জবাসী ও হবিগঞ্জ আইডিয়াল ফ্রেন্ডস সোসাইটি হবিগঞ্জ বেনারে মানববন্ধন আয়োজন করে শিক্ষার্থীরাসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় মানববন্ধনে বক্তারা বলেন, ধর্ষনের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড কার্যকর করতে হবে। পাশাপাশি ধর্ষন রোধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। ধর্ষক যেনো কোনভাবেই আইনের অবৈধ উপায়ে বেঁচে যেতে না পারে সেজন্য আইনশৃংখলা বাহিনীকে সঠিক ব্যবস্থা নেয়ার আহবান জানানো হয়।
অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেন হবিগঞ্জ আইডিয়াল ফ্রেন্ডস সোসাইটি হবিগঞ্জ এর, সভাপতিঃ মোঃ নিজাম উদ্দিন, সাধারন সম্পাদকঃ তারেক আহমেদ সৌরভ,
সাবেক- সভাপতিঃ খাইরুল ইসলাম চৌধুরী, সিনিয়র সহ-সভাপতিঃ মাহমুদুল আমিন, সহ-সভাপতিঃমুবিন চৌধুরী, সিনিয়র সহ-সাধারন সম্পাদকঃ শেখ আজহার রাফি, সহ-সাধারন সম্পাদকঃ মেহেদুল হাসান, সংগঠিক-সম্পাদকঃ রোমান মাহমুদ সামি, আন্তর্জাতিক-বিষয়ক সম্পাদকঃ তারিকুর রহমান মাহির, দপ্তর-সম্পাদকঃরাতুল সেন কপিল।
উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন, আমাদের অঙ্গীকার এর সভাপতি শাওন আল হাসান, হবিগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান যুগ্ন আহবায়ক জুবেদ আহমেদ সবুজ, হবিগঞ্জ পৌর ছাত্রলীগের যুগ্ম আহবায়ক খান মোহাম্মদ সাগর, আলফাজ আহমেদ ছোটন, বৃন্দাবন সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ন আহবায়ক শাহ নাইম, শিক্ষার্থীরাসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, প্রমূখ।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরী লিঃ