সব
সিলেটের এমসি কলেজে গৃহবধূ সংঘবদ্ধ ধর্ষণের মামলায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে আসামি তারেক ও মাহফুজ।
এসময় তারা ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়।
পরে তাদের কারাগারে নিয়ে যায় পুলিশ।
এর আগে কড়া নিরাপত্তায় তাদের আদালতে হাজির করে পুলিশ।
এ নিয়ে মামলায় গ্রেফতারকৃত সকল আসামি নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করে জবানবন্দি দিলো।
আলোচিত এই মামলায় ৬ জনের নাম উল্লেখ ও ৩ জনকে অজ্ঞাত আসামি করা হয়।
পুলিশ ও র্যাব সিলেটের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৮ জনকে গ্রেফতার করে।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরী লিঃ