সব
সিলেটের গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণে মৃত গরুর মাংস বিক্রির অভিযোগে ফয়ছল আহমদ (৫০) নামের এক মাংস বিক্রেতাকে একমাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ শুক্রবার (২ অক্টোবর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ কারাদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ী ফয়ছল আহমদ উপজেলার পৌর এলাকার উত্তর ঘোষগাঁও গ্রামের মৃত মানিক মিয়ার ছেলে।
জানা যায়, শুক্রবার সকালে উপজেলার ঢাকাদক্ষিণ বাজারে মৃত গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগে স্থানীয় জনতা মাংসের দোকান ঘেরাও করে রাখেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পায়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাংস বিক্রেতাকে মৃত গরুর পচা মাংস বিক্রির অপরাধে একমাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরী লিঃ