হিন্দু যুব মহাজোট গোলাপগঞ্জ উপজেলা কমিটি গঠণ ও অভিষেক

সিলেট ডায়রি ডেস্ক;
  • প্রকাশিত: ৯ অক্টোবর ২০২০, ৯:০৯ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন ও অভিষেক অনুষ্টান সম্পন্ন।

( ৯ অক্টোবর) শুক্রবার বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট গোলাপগঞ্জ উপজেলার পূর্ণাঙ্গ কমিটির অভিষেক উপলক্ষে শ্রী মহাপ্রভুর আবির্ভাব স্থান ঢাকাদক্ষিণস্থ শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দিরে এক সভানুষ্টান অনুষ্ঠিত হয়।

আয়োজিত এ সভায় পীযুষ দেব এর সভাপতিত্বে এবং দেবাশীষ দাস রিপনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট এর প্রধান সমন্বয়কারী কেন্দ্রীয় কমিটি ( সিলেট বিভাগ ) ও সিলেট জেলা সভাপতি এডভোকেট মিলন ভট্টাচার্য্য।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু মহাজোট সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার গোবিন্দ গোস্বামী, সিলেট জেলা হিন্দু মহাজোটের যুগ্ম সাধারণ সম্পাদক রাজীব দাস, সিলেট জেলা হিন্দু মহাজোটের যুগ্ম-সাধারণ সম্পাদক জয়ন্ত গোস্বামী।

বিশেষ অতিথি হিসেবে এছাড়াও আরো উপস্থিত ছিলেন হিন্দু যুব মহাজোট কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক প্রভাষ কুমার শর্মা, সিলেট জেলা হিন্দু যুব মহাজোট এর সভাপতি অনিক দাস তুর্য্য , সাধারন সম্পাদক নয়ন চন্দ।

অন্যান্যদের মধ্যে আরো ছিলেন বিয়ানীবাজার উপজেলা হিন্দু মহাজোটের নেতৃবৃন্দ, ফেঞ্চুগঞ্জ উপজেলা যুব মহাজোটের সভাপতি মুন্না দেব, কেন্দ্রীয় ছাত্র মহাজোটের সংগঠক জ্যোতিষ মোহান্ত, এবং গোলাপগঞ্জ উপজেলা হিন্দু মহাজোটের নেতৃবৃন্দ এবং উপজেলার বিপুল সংখ্যক সনাতনী।

উল্লেখ্য সুরঞ্জিত দেবকে সভাপতি ও জনি চন্দকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট গোলাপগঞ্জ উপজেলা যুব মহাজোটের পূর্ণাঙ্গ কমিটি গঠন ও তাদের অভিষেক অনুষ্টিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট মিলন ভট্টাচার্য্য বলেন, ছাত্ররা হল সংগঠনের প্রাণশক্তি আর যুবকরা সংগঠনের মুল চালিকা শক্তি বলে সাংগঠনিক দিক-নির্দেষণা মূলক বক্তব্য প্রদান করেন।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি