হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্রীড়া সামগ্রী প্রদান

হবিগঞ্জ প্রতিনিধি;
  • প্রকাশিত: ২৬ মে ২০২৩, ৩:৪৪ পূর্বাহ্ণ | আপডেট: ১১ মাস আগে

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন প্রকারের ক্রীড়া সামগ্রী প্রদান করা হয়েছে। বৃহঃস্পতিবার (২৫ মে) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে শিক্ষার্থীদের হাতে এসব ক্রীড়া সামগ্রী তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবদুল বাসেত। ক্রীড়া সামগ্রীর তালিকায় আছে ক্রিকেট, ফুটবল, দাবা, ক্যারাম সহ অন্যান্য ইনডোর খেলার সরঞ্জাম। উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবদুল বাসেত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলাধুলার জন্য আমরা ক্রীড়া সামগ্রী দিচ্ছি। বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে তারা এখন থেকে খেলাধুলা করতে পারবে। এছাড়া খেলার মাঠ সহ অন্যান্য সুযোগ সুবিধা নিশ্চিত করতে আমরা চেষ্টা করছি’।

এসময় আরও উপস্থিত ছিলেন ওশানোগ্রাফি ও ব্লু ইকোনমি বিভাগের সহযোগী অধ্যাপক ড. অরুণ চন্দ্র বর্মন, ক্রপ বোটানী বিভাগের সহকারী অধ্যাপক ড. মোঃ আবুবকর সিদ্দীক, মৎস্য জীববিজ্ঞান এবং জীববৈচিত্র্য বিভাগের সহকারী অধ্যাপক চয়নিকা পন্ডিত, জলজ সম্পদ ব্যবস্থাপনা ও সংরক্ষণ বিভাগের প্রভাষক ইফতেখার আহমেদ ফাগুন, উদ্যানতত্ত্ব বিভাগের প্রভাষক ড. জাকারিয়া চৌধুরী অনিক, এনাটমি এন্ড হিস্টোলজি বিভাগের প্রভাষক ডাঃ সালাউদ্দীন ইউছুপ, ফিজিওলজি বিভাগের প্রভাষক ডাঃ রহিমা আক্তার দীপা, মৎস্যচাষ বিভাগের প্রভাষক ফারজানা খানম চাঁদনী, কৃষিতত্ত্ব বিভাগের প্রভাষক মোহসীনা মোস্তারী লিজা, মৃত্তিকা বিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ হাবিবুল্লাহ সিদ্দিকী, অ্যানিম্যাল সায়েন্স বিভাগের প্রভাষক ডাঃ শিরিনা আক্তার তমা, অ্যানিম্যাল নিউট্রিশন বিভাগের প্রভাষক ডাঃ জাকিয়া সুলতানা কলি, বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মোঃ সাদেকুজ্জামান সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও বিশ্ববিদ্যালয়ের ৩ টি অনুষদের শিক্ষার্থীবৃন্দ।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি