সুনামগঞ্জে ভোটকেন্দ্রে পুলিশকে পেটালো ছাত্রলীগ

ধর্মপাশা প্রতিনিধি;
  • প্রকাশিত: ৫ জানুয়ারি ২০২২, ৮:০২ অপরাহ্ণ | আপডেট: ২ বছর আগে

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার দক্ষিণ বংশিকুন্ডা ইউনিয়ন পরিষদ নির্বাচনে দায়িত্বরত পুলিশ কনস্টেবল আখলাকুর ইসলামকে (৫০) লাঞ্ছিতের অভিযোগ উঠেছে নৌকা প্রার্থীর এজেন্ট ছাত্রলীগ কর্মী আনিসুল ইসলামের (২৪) বিরুদ্ধে।

বুধবার (৫ জানুয়ারি) দুপুরে গড়াকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মহিলা ভোট কেন্দ্রে এই ঘটনা ঘটে।

জানা যায়, নৌকার মনোনীত প্রার্থী আজিম মাহমুদের এজেন্ট ছাত্রলীগ কর্মী আনিসুল ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করতে এসে ভোটারদের নানাভাবে বিরক্ত করছিলেন। এতে কেন্দ্রের ভেতরে দায়িত্বে থাকা পুলিশ কনস্টেবল আখলাকুর রহমান প্রতিবাদ করলে তর্ক জড়ান আনিসুল। এক পর্যায়ে তাকে মারধর করেন। পরে স্কুলে থাকা প্রিসাইটিং অফিসার তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে বিষয়টি মিমাংসা করে দেন।

পুলিশ কনস্টেবল আখলাকুর ইসলাম বলেন, সারা জীবন সৎভাবে চাকরি করলাম, শেষ বয়সে এক যুবক এত মানুষের সামনে আমাকে লাঞ্ছিত করল। এটা আসলে খুব লজ্জাজনক।

গড়াকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দায়িত্বে থাকা প্রিসাইটিং অফিসার দেবব্রত চক্রবর্তী বলেন, নৌকার এজেন্ট ও দায়িত্বরত পুলিশের মধ্যে কথা কাটাকাটি হয়েছিল, আমি তাৎক্ষণিক বিষয়টি মিমাংসা করে দিয়েছি।

তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে কথা না বাড়ানোই ভালো। ভালোই ভালোই নির্বাচনটা শেষ হলেই বাঁচি।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি