সিলেট বিভাগে করোনার টিকা নিলেন আরও ২০২৩ জন

নিজস্ব প্রতিবেদক ;
  • প্রকাশিত: ২৩ মার্চ ২০২১, ৯:৪৯ অপরাহ্ণ | আপডেট: ৩ বছর আগে

সিলেট বিভাগে করোনাভাইরাসে ভ্যাকসিন নিলেন আরও ২০২৩ জন। এ নিয়ে বিভাগের ২ লাখ ৫৯ হাজার ৭৪৮ জন ভ্যাকসিন নিয়েছেন। আর রেজিস্ট্রেশন করেছেন ৩ লাখ ২৪ হাজার ৮১৬ জন।

মঙ্গলবার (২৩ মার্চ) দিনভর সিলেট বিভাগের বিভিন্ন ভ্যাকসিন প্রদান সেন্টার থেকে এসব মানুষ ভ্যাকসিন নেন। স্বাস্থ্য অধিদফতর সিলেটের বিভাগীয় কার্যালয় থেকে পাঠানো এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে জানানো হয়- ২০২৩ জনের মধ্যে সিলেট জেলায় ৭৮৫, সুনামগঞ্জে ৬৭০, হবিগঞ্জে ৩৬০ এবং মৌলভীবাজারে ২০৮ জন ভ্যাকসিন গ্রহণ করেন।

প্রসঙ্গত, গত ১০ ফেব্রুয়ারি থেকে সিলেটে গণটিকা কর্মসূচি শুরু হয়।

 

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি