সিলেটে ৪৮ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক;
  • প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২০, ৫:২৩ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

সিলেটের দুই ল্যাবে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ৫৫৮ জনের নমুনা পরীক্ষা করে আরও ৪৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

এরমধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৭৬ জনের নমুনা পরীক্ষায় ৯ জন এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে ২৮২ জনের নমুনা পরীক্ষায় ৩৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় বলেন, বৃহস্পতিবার ওসমানীর ল্যাবে শনাক্তদের মধ্যে সিলেটের ৭ জন, সুনামগঞ্জের একজন এবং মৌলভীবাজারের একজন রয়েছেন।

অন্যদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জি.এম. নূরনবী আজাদ জুয়েল বলেন, বৃহস্পতিবার শাবির ল্যাবে শনাক্ত ৩৯ জনের মধ্যে সুনামগঞ্জের ৯ জন, সিলেটের ২৬ জন, হবিগঞ্জের ৩ জন এবং মৌলভীবাজারের একজন রোগী রয়েছেন। এসব তথ্য নিশ্চিত করেছেন শাবিপ্রবির

এ নিয়ে সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগী সংখ্যা বেড়ে দাঁড়ালো ১২ হাজার ২১৪ জন। এরমধ্যে সিলেট জেলায় ৬ হাজার ৫৬৯, সুনামগঞ্জে ২ হাজার ২৮৮, হবিগঞ্জে ১ হাজার ৭০০ এবং মৌলভীবাজারে ১ হাজার ৬৫৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

আর বৃহস্পতিবার সকাল পর্যন্ত সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন ২০৯ জন। এরমধ্যে সিলেট জেলায় ১৫২ জন, সুনামগঞ্জে ২২ জন, হবিগঞ্জে ১৪ জন এবং মৌলভীবাজারে ২১ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন।

অন্যদিকে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত সিলেট বিভাগে ৯ হাজার ৬৩৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এরমধ্যে সিলেট জেলায় ৪ হাজার ৯৮৩, সুনামগঞ্জে ১ হাজার ৯৬৪, হবিগঞ্জে ১২৪৭, মৌলভীবাজারে ১৪৪৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি