সিলেটে ভারতীয় পণ্যসহ চার চোরাকারবারি গ্রেপ্তার

সিলেট ডায়রি ডেস্ক;
  • প্রকাশিত: ১৪ মার্চ ২০২১, ১১:১৯ অপরাহ্ণ | আপডেট: ৩ বছর আগে

সিলেটে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ চার চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৩ মার্চ) বিকেলে দক্ষিণ সুরমার কদমতলি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। রবিবার (১৪ মার্চ) দুপুরে গ্রেপ্তারকৃতদের বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ। এসময় পুলিশ প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ-১২-২০৭৩) আটক করে। পরে কার তল্লাশি চালিয়ে ১৩৫০ বোতল অ্যাপুল কোল ক্যাইস নামের এক ধরনের পানিয় উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করেন দক্ষিণ সুরমা থানার ওসি মনিরুল ইসলাম। তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ১৩৫০ বোতল পানিয়সহ ৪ চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করে পুলিশ। রবিবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে- চট্টগ্রাম হাটাজারী থানার কুয়াইস গ্রামের মৃত গোলাম আহমদের ছেলে আলী আজগর (৫৩), একই থানাধীন ভাতুয়া মৃত সেকান্দারের ছেলে মুর্শেদ (৩০), জকিগঞ্জের মনসুরপুর গ্রামের পারভেজ আহমদের ছেলে মেহেরাজ আহমদ (২৩) ও বিয়ানীবাজার থানাধীন মাটিকাটা গ্রামের গনি মিয়ার ছেলে মুন্না আহমেদ (১৯)।

 

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি