সিলেটে করোনায় ৩জনের মৃত্যু, শনাক্ত ১৩০

নিজস্ব প্রতিবেদক ;
  • প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২১, ২:৫৩ অপরাহ্ণ | আপডেট: ৩ বছর আগে

সিলেট বিভাগে থামছে না করোনায় প্রাণহানী। মহামারি করোনায় আক্রান্ত হয়ে একদিনে প্রাণ হারিয়েছেন আরও ৩ জন। আর ২৪ ঘন্টায় আক্রান্ত শনাক্ত হয়েছেন ১৩০ জন। যার মধ্যে ৮৯ জনই সিলেটের। আর একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ১২৭ জন।

সোমবার (১৯ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, গেল ২৪ ঘন্টায় সিলেটের চারটি ল্যাবে নমুনা পরীক্ষায় ১৩০ জন করোনা আক্রান্ত সনাক্ত হন। এর মধ্যে সিলেট জেলার ৮৯ জন, সুনামগঞ্জে ৬ জন,  মৌলভীবাজারে ১৪ জন, হবিগঞ্জে ৩ জন, ওসমানী মেডিক্যালে আরও ১৮ জনের করোনা সনাক্ত হয়।

নতুন এই ১৩০ জনসহ সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ হাজার ৫৬৪ জন। এরমধ্যে শুধুমাত্র সিলেট জেলায় আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৪৩৩ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৬৭৫ জন, হবিগঞ্জে ২ হাজার ২৩৪ জন ও মৌলভীবাজারে ২ হাজার ২২২ জনের করোনায় আক্রান্ত সনাক্ত হয়েছে।

গেল ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১২৭ জন। এরমধ্যে সিলেটের ৮৬ জন, সুনামগঞ্জের ২৩ জন, হবিগঞ্জের ১ জন, মৌলভীবাজারের ১৭ জন। আর এ নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো ১৭ হাজার ৫৪৫ জন। এর মধ্যে সিলেট জেলার ১১ হাজার ১৭৩ জন। এছাড়া এখন পর্যন্ত সুনামগঞ্জে ২ হাজার ৫৭৭ জন, হবিগঞ্জে ১ হাজার ৭৬৮ জন ও মৌলভীবাজারে ২ হাজার ২৭ জন সুস্থ হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় সিলেট জেলায় হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮ জন করোনা আক্রান্ত রোগী। সবিমিলিয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩১৮ জন। এরমধ্যে সিলেট জেলায় ৩০০ জন, সুনামগঞ্জে ৩ জন, হবিগঞ্জে ১২ জন, মৌলভীবাজারে ৩ জন।

গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে যে ৩ জন মারা গেছেন এরা সিলেট জেলার বাসিন্দা। সেই সাথে সিলেট বিভাগে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩১৪ জনে। এর মধ্যে সিলেট জেলার ২৪৪ জন, সুনামগঞ্জে ২৬ জন, হবিগঞ্জে ১৮ জন ও মৌলভীবাজারের ২৬ জন রয়েছেন।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি