সিলেটে করোনায় ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৫, সুস্থ ১৭

নিজস্ব প্রতিবেদক ;
  • প্রকাশিত: ১৮ মার্চ ২০২১, ৩:৩৫ অপরাহ্ণ | আপডেট: ৩ বছর আগে

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে থেকে ১৭ জন সুস্থ হয়েছে। সব মিলিয়ে সিলেট বিভাগে সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৮৬৮ জন।

এরমধ্যে সিলেট জেলার ৯ হাজার ৭৪৮ জন, সুনামগঞ্জে ২ হাজার ৫২৬ জন, হবিগঞ্জে ১৬৮২ জন এবং মৌলভীবাজারের ১৯১২ জন সুস্থ হয়েছেন।

একই সময়ে আরও ৪৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৬২০ জন। এরমধ্যে সিলেট জেলায় ১০ হাজার ৮৯ জন, সুনামগঞ্জে ২ হাজার ৫৬২, হবিগঞ্জে ২ হাজার ১৫ এবং মৌলভীবাজারে ১ হাজার ৯৫৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। তবে বৃহস্পতিবার পর্যন্ত সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৮০ জন। এরমধ্যে সিলেট জেলার ২১৬ জন, সুনামগঞ্জে ২৬ জন, হবিগঞ্জে ১৬ জন এবং মৌলভীবাজারের ২২ জন।

বৃহস্পতিবার (১৮ মার্চ) সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য)’র কার্যালয়ের কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন এ তথ্য নিশ্চিত করেছে।

 

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি