শ্রীমঙ্গলে স্বাস্থ্যবিধি না মানায় ১৯ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা

শ্রীমঙ্গল প্রতিনিধি;
  • প্রকাশিত: ১৩ আগস্ট ২০২০, ১১:২১ পূর্বাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

শ্রীমঙ্গলে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১৯ ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে ১১ হাজার ৬শ’ টাকা অর্থদণ্ড করা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) বিকাল থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত শহরের বিভিন্ন সড়কে অভিযান চালানো হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম। অভিযানে মাস্ক না পরার দায়ে ১৯ জনকে ৩ হাজার ৬০০ টাকা জরিমানা ও সরকারী আদেশ অমান্য করে নির্ধারিত সময়ের পরেও দোকান খোলা রাখায় একটি প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এবং দণ্ডবিধিতে এসব মামলা ও অর্থদণ্ড প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী। এছাড়া শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুনের নেতৃত্বে পুলিশের একটি টিম ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করেন।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি