মানুষ ভালোবাসে বলে আজ আমি ‘হিরো আলম’

সিলেট ডায়রি ডেস্ক;
  • প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৩১ অপরাহ্ণ | আপডেট: ১ বছর আগে

হযরত শাহজালালের (রহ.) মাজার জিয়ারত ও একটি মানবিক অনুষ্ঠানে যোগ দিতে সিলেট সফরে এসেছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন ওরফে হিরো আলম।

বুধবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে হযরত শাহজালালের (রহ.) মাজার জিয়ারত করেন তিনি। এসময় তাকে দেখতে মাজার প্রাঙ্গণে অসংখ্য ভক্ত ও শুভাকাঙ্ক্ষী জড়ো হন।

ভক্তদের উদ্দেশে হিরো আলম বলেন, ‘সিলেটের মানুষ আমাকে অনেক ভালোবাসে। এ ভালোবাসার কারণে আমি সিলেটে বারবার আসি। আমি আপনাদের সেবা করতে চাই। দোয়া করবেন আপনাদের সেবা করতে যাতে জনপ্রতিনিধি হিসেবে মনোনীত হতে পারি।’

তিনি আরও বলেন, “বগুড়ায় উপ-নির্বাচনের আগে নিয়ত করেছিলাম দোয়া নিতে হযরত শাহজালালের (রহ.) মাজারে আসবো। তাই সুযোগ পেয়ে এসেছি। সারাদেশের মানুষ আমাকে ভালোবাসে বলে আজ আমি ‘হিরো আলম’।”

এক প্রশ্নের জবাবে হিরো আলম বলেন, ‘ভালো সিনেমায় কাজ করতে চাই। একই সঙ্গে রাজনীতি চালিয়ে জনপ্রতিনিধি হিসেবে মানুষের পাশে থাকতে চাই।’

এরআগে সকালে সিলেট এসে পৌঁছান হিরো আলম। জিয়ারত শেষে বিকেল ৩টার দিকে সিলেট সদর উপজেলার বাদাঘাট নিলগাঁওয়ে কতুব উদ্দিনের পরিবারকে ঘর নির্মাণে নগদ অর্থ সহায়তা দেন।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি