মাটি খুঁড়তে গিয়ে অবিস্ফোরিত হ্যান্ড গ্রেনেড উদ্ধার

নিজস্ব প্রতিবেদক;
  • প্রকাশিত: ২৪ মার্চ ২০২১, ৮:০৪ অপরাহ্ণ | আপডেট: ৩ বছর আগে

সিলেটের গোয়াইনঘাটে মাটি খুঁড়তে গিয়ে পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত একটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৪ মার্চ) দুপুরে উপজেলার বাউরবাগ হাওর গ্রামের একটি বসত বাড়ি থেকে এটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, দুপুরে স্থানীয় বাউরবাগ হাওর গ্রামের একটি বসত বাড়িতে মাটি ভরাটের কাজ করতে যান কয়েকজন শ্রমিক। মাটি খুঁড়তে গিয়ে হঠাৎ করে একটি হ্যান্ড গ্রেনেড তাদের চোখে পড়ে। বিষয়টি তাৎক্ষণিক পুলিশকে অবহিত করেন তারা। খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে হ্যান্ড গ্রেনেডটি উদ্ধার করে।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল আহাদ বলেন, হ্যান্ড গ্রেনেডটি উদ্ধার করে থানা পুলিশের তত্ত্বাবধানে রাখা হয়েছে। এটি মুক্তিযুদ্ধের সময়ের হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এটি নিষ্ক্রিয় করতে সেনাবাহিনীর বোমা বিশেষজ্ঞ দলকে খবর দেয়া হয়েছে।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি