ভিসির পদত্যাগের দাবিতে আমরণ অনশনে শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক ;
  • প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২২, ৩:২১ অপরাহ্ণ | আপডেট: ২ বছর আগে

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর পুলিশি হামলার প্রতিবাদে ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদকে পদত্যাগের দাবিতে বিকেল ৩টায় আমরণ অনশন শুরু করেছে শিক্ষার্থীরা।

ভিসির পদত্যাগ করার জন্য বুধবার দুপুর ১২টা পর্যন্ত আল্টিমেটাম দিয়েছিল শিক্ষার্থীরা কিন্তু এর মধ্যে ভিসির পদত্যাগের কোনো ঘোষণা না আসায় বুধবার বিকেল ৩টা থেকে ভিসির বাস ভবনের সামনে ৯ জন ছাত্রী ও ১৫ জনসহ মোট ২৪ জন শিক্ষার্থী আমরণ অনশন শুরু করে শিক্ষার্থীরা।

এদিকে রোববার শিক্ষার্থীদের উপর পুলিশি হামলার পর থেকেই শিক্ষার্থীরা ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদসহ প্রক্টরিয়াল বডি এবং ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালকের পদত্যাগের পাশাপাশি পুলিশের দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে। এখন পর্যন্ত পদত্যাগের ঘোষণা না আসায় তারা আল্টিমেটাম এবং আমরণ অনশনের কথা বলেন। পদত্যাগ না করা পর্যন্ত তারা অনশন চালিয়ে যাবেন।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত শিক্ষার্থীরা ভিসির বাস ভবনের সামনে অনশনের পাশাপাশি বিক্ষোভ কর্মসূচি পালন করছে।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি