বাম গণতান্ত্রিক জোট সিলেটের নতুন সমন্বয়ক আবু জাফর

সিলেট ডায়রি ডেস্ক;
  • প্রকাশিত: ৩১ আগস্ট ২০২০, ৫:৪৪ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলার নতুন সমন্বয়ক হয়েছেন বাসদ সিলেট জেলার সমন্বয়ক হয়েছেন কমরেড আবু জাফর। আগামী ৩ মাস তিনি বাম জোটের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন।

আজ সোমবার (৩১ আগস্ট) বাম গণতান্ত্রিক জোট সিলেটের পরিচালনা পর্ষদের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

সিলেট জেলা বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক বাসদ (মার্কসবাদী) জেলা আহ্বায়ক কমরেড উজ্জল রায়, সিপিবি জেলা সাধারণ সম্পাদক এডভোকেট আনোয়ার হোসেন সুমন, বাসদ সিলেট জেলা নেতৃবৃন্দ, সিপিবি যুগ্ম সম্পাদক খায়রুল হাছান, বাসদ (মার্কসবাদী) জেলা সদস্য এডভোকেট হুমায়ুন রশীদ সোয়েব, বাসদ জেলা সদস্য প্রণব জ্যোতি পাল বিবৃতিতে বলেন- বাসদ সিলেট জেলা সমন্বয়ক আবু জাফর আগামী সেপ্টেম্বর-নভেম্বর এই তিন মাস বাম গণতান্ত্রিক জোট সিলেটের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বাম জোটের কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে আগামীকাল (০১ সেপ্তেম্বর) বিকেল ৫ টায় কোর্ট পয়েন্টে বাম জোটের বিক্ষোভ সমাবেশের বিষয়টি তুলে ধরেন।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি