বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে শ্রদ্ধা নিবেদন

সিলেট ডায়রি ডেস্ক;
  • প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২২, ৯:০৮ অপরাহ্ণ | আপডেট: ২ বছর আগে

আজ ১০ই জানুয়ারি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস। ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর আমাদের বিজয় অর্জিত হলেও মূলত ১৯৭২ সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের মাটিতে পা রাখার পর পূর্ণতা পায় লাল-সবুজের স্বাধীনতা।

ঐতিহাসিক এই দিবসে বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক আমি ইসরাইল আলী সাদেকের নেতৃত্বে হাসপাতাল প্রাঙ্গণে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।

শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. ব্রায়ান বঙ্কিম হালদার, উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. মাহবুবুল আলম, সহকারী পরিচালক (প্রশাসন) ডা. আবুল কালাম আজাদ, মিড-লেভেল চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক ডা. নুরুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন- সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সেবা তত্ত্বাবধায়ক (ভারপ্রাপ্ত) মোসাম্মৎ রিনা বেগম, বিএনএ সিলেট এমএজি ওসমানী হাসপাতাল শাখার সভাপতি শামিমা নাছরিন, সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক, যুগ্ম সাধারণ সম্পাদক সুলেমান আহমদ, সাংগঠনিক সম্পাদক অরবিন্দ চন্দ্র দাস, সহ সাংগঠনিক সম্পাদক মহেশ বিশ্বাস, সমাজকল্যান বিষয়ক সম্পাদক আব্দুল খালিক, সহ ছাত্র বিষয়ক সম্পাদক কিবরিয়া খোকন, সংস্কৃতি বিষয়ক সম্পাদক সমীর চন্দ্র দাস, কার্যকরী সদস্য সুমন চন্দ্র দেব, সিক্তা রানী দে, তৃষ্ণা তেরেজা ডি কস্তা, বিএনএ সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল শাখার সভাপতি মাসুদ আহমদ খান, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক সুজন চৌধুরী।

আরও উপস্থিত ছিলেন ওসমানী হাসপাতালের ৩য় শ্রেণী কর্মচারী সমিতির সভাপতি মো. সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক আবুল খয়ের চৌধুরী, পিএটু পরিচালক মো. রুহুল আমিন, প্রশাসনিক কর্মকর্তা সাইফুল মালেক খান, ৪র্থ শ্রেণী কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি আবদুল জব্বার, সাধারণ সম্পাদক মো. রুবেলসহ হাসপাতালের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারী।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি