পরিতোষ ঘোষের কবিতা ‘ভয় নয়, জয় ‘

পরিতোষ ঘোষ;
  • প্রকাশিত: ৯ মে ২০২১, ৯:১৭ অপরাহ্ণ | আপডেট: ৩ বছর আগে

‘ভয় নয়, জয় ‘

ছবি- সংগৃহীত

আজ;
একটি ক্ষুদ্র অদৃশ্য ভাইরাসের ভয়ে
বিশ্বজুড়ে চলছে ধর্মঘট।
শত শত গাড়ি দাঁড়িয়ে আছে রাস্তার ধারে,
উড়োজাহাজগুলো অলস পড়ে আছে রানওয়ের ওপর;
অফিস, আদালত, শপিং মল, ব্যাংক, স্কুল, কলেজ সবই তালাবদ্ধ।
হোটেল, রিসোর্ট, সৈকত, হ্রদ এবং পার্কগুলো পর্যটকহীন খা খা করছে।
সিটি কর্পোরেেশনের রঙিন বাতিগুলো আলো ছড়াচ্ছে ফাঁকা রাস্তায়।
শিখা চিরন্তনের সামনে আজ একজনও লোক নেই,
পার্কের বেঞ্চিতে বসে একটি ছেলে একটি মেয়ের হাতে হাত রেখে সুখের স্বপ্ন দেখত,
আজ বেঞ্চিটা ফাঁকা।
সৃস্টির সেরা জীব মানুষগুলো কেমন অসহায়ের মতো দরজা বন্ধ করে বসে আছে ঘরের ভেতর।

অথচ;
হাসপাতালের একটি বেডও খালি নেই;
মেঝেতে, বারান্দায় শ্বাসকষ্টে, অক্সিজেন শূণ্যতায় কাতরাচ্ছে মানুষ।
কবরে দাফনের জন্য লাশের মিছিল,
শ্মশানে দিবারাত্র দাউ দাউ করে জ্বলছে মৃতদেহ।
স্বজনের কান্নায় ভারী হয়ে এসেছে চারিদিক।
অশ্রুর স্রোত বয়ে চলেছে পৃথিবীর প্রতিটি যমুনায়;

একদা;
পশুর বিরুদ্ধে সংগ্রাম করেছে মানুষ,
প্রকৃতির বিরুদ্ধে সংগ্রাম করেছে মানুষ,
প্রতিকূলতার বিরুদ্ধে সংগ্রাম করেছে মানুষ,
জীবাণুর বিরুদ্ধে সংগ্রাম করেছে মানুষ,
দুর্ভিক্ষের বিরুদ্ধে সংগ্রাম করেছে মানুষ,
মহামারির বিরুদ্ধে সংগ্রাম করেছে মানুষ,
প্রতিবারই জিতেছে মানুষ;
এভাবে মানুষ গড়েছে দৃষ্টিনন্দন সভ্যতা।

অত:পর;
আবার জমবে মেলা রমনার বটমূলে,
আবার স্কুল-প্রান্তর ভরে উঠবে কোলাহলে,
আবার অফিসগুলো জেগে উঠবে ব্যস্ততায়,
আবার শপিং মলে জ্বলবে রোশনাই।
আবার ঘুরবে চাকা সড়কে, রাজপথে;
আবার নামাজ হবে ঈদগাহে জামাতে।
আবার সূর্যাস্ত হবে প্রাণচঞ্চল সৈকতে,
আবার মাতিবে প্রান আনন্দে-খুশিতে।
আবার বন্ধু খুঁজে পাবে হাত বিশ্বস্ততার,
আবার স্বপ্ন বুনবে মানুষ নুতন সভ্যতার।

এবার;
হে আদি মানবের অন্ত:প্রাণশক্তি,
তুমি জেগে ওঠো;
তুমি জিতবেই,
জিততে তোমাকে হবেই।

 

পরিতোষ ঘোষ

অতিরিক্ত পুলিশ কমিশনার, সিলেট মেট্রোপলিটন পুলিশ।


প্রিয় পাঠক, আপনিও সিলেটডায়রি’র অংশ হয়ে উঠুন। স্বাস্থ্য, শিল্প ,সাহিত্য, ক্যারিয়ার, পরামর্শ সহ যেকোন বিষয় নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন [email protected]এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।


 

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি