দুর্ঘটনা: সারাদেশের সাথে সিলেটের যোগাযোগ ট্রেন বন্ধ, পরিদর্শনে তদন্ত কমিটি

কমলগঞ্জ প্রতিনিধি;
  • প্রকাশিত: ২০ মে ২০২৩, ২:৩৭ অপরাহ্ণ | আপডেট: ১১ মাস আগে

মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে সিলেটগামী আন্তনগর উদয়ন এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনার ঘটনায় চলছে উদ্ধারকাজ।

শনিবার (২০ মে) লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরে এই দুর্ঘটনা ঘটে। রেললাইন থেকে ছিঁটকে পড়া ইঞ্জিনসহ ৩টি বগি উদ্ধার করতে দুপুর ১২টা থেকে কাজ করছে আখাউড়া থেকে আসা উদ্ধারকারী রিলিফ ট্রেন।

এদিকে ট্রেন দুর্ঘটনার ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করে সরেজমিনে পরিদর্শনে পাঠিয়েছে রেলওয়ে বিভাগ। রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা খায়রুল কবিরকে আহবায়ক করে গঠিত এ কমিটিতে বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (লোক), বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (ক্যারেজ ও ওয়াগন), বিভাগীয় প্রকৌশলী (ঢাকা ২) ও বিভাগীয় প্রকৌশলীকে (সংকেত ও টেলিযোগাযোগ) সদস্য করা হয়েছে। আজ দুপুর ১২টায় তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

প্রসঙ্গত, শনিবার ভোরবেলা লাউয়াছড়া জাতীয় উদ্যানে ভেতরে ঝড়ে হেলে পড়া একটি বড় গাছের সঙ্গে ধাক্কা লাগে উদয়ন এক্সপ্রেস ট্রেনের। এতে সঙ্গে সঙ্গেই ইঞ্জিন ও দুটি বগি উল্টে যায়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান ট্রেনটির সহকারী পরিচালক সোহেল রানা।

ট্রেন দুর্ঘটনার পর থেকে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি