জৈন্তাপুরে ছাত্রলীগের বন্যা কবলিতদের মধ্যে রান্না করা খাদ্য বিতরণ

জৈন্তাপুর প্রতিনিধি ;
  • প্রকাশিত: ১৮ মে ২০২২, ১২:২১ পূর্বাহ্ণ | আপডেট: ২ বছর আগে

সিলেটের জৈন্তাপুর উপজেলা সদর ছাত্রলীগের উদ্যোগে জৈন্তাপুর রাজবাড়ী মাদ্রাসায় বন্যা আশ্রয়কেন্দ্রের বন্যাত্রদের মধ্যে রান্না করা খাদ্য বিতরণ করা হয়।

মঙ্গলবার (১৭ মে) বিকাল ২টায় জৈন্তাপুর উপজেলা ছাত্রলীগের একাংশের সদস্যদের উদ্যোগে জৈন্তাপুর রাজবাড়ী মাদ্রাসা বন্যা আশ্রয়কেন্দ্রে আশ্রয়গ্রহণকরা উপজেলা নিম্নাঞ্চল যশপুর, জালালবস্তি, হাটিরগ্রাম, বিড়াখাই, তেতইরতল, ভিত্রিখেল, নয়াবস্তি, লামাবস্তি বন্যাত্রদের মধ্যে এসব রান্না করা খাদ্য বিতরণ করা হয়।

উপজেলা যুবলীগ নেতা রাশেল আহমদ, ছাত্রলীগ নেতা কুতুব উদ্দিন, মো. জাকারিয়া আলম, তাহসিন টুটুল, ইয়াহিয়া আলম, এহসান যুবায়ের সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

তারা জানান, বাংলাদেশ ছাত্রলীগ ক্রান্তিলগ্নে সব সময় মানব সেবায় কাজ করে যাচ্ছে। সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক রাহেল সিরাজ ভাইয়ের নির্দেশে পানি বন্ধি মানুষের মধ্যে নিজ নিজ সামর্থ অনুযায়ী অর্থ সংগ্রহ করে খাবার রান্না করে বন্যাত্রদের মধ্যে বিতরণ করেন। ১৬ মে সোমবার রাত্রে তারা বন্যাত্রদের মধ্যে শুকনো খাবার বিতরণ করেছিলেন। তারা সামর্থবান ও আওয়ামীলীগের অন্যান্য সংগঠন গুলোর প্রতি বন্যা দূর্গতদের পাশে দাঁড়ানোর আহবান জানান।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি