জাফলংয়ে টাস্কফোর্সের অভিযান, ১২টি শ্যালো মেশিন ধ্বংস

গোয়াইনঘাট প্রতিনিধি;
  • প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২১, ৭:৪১ অপরাহ্ণ | আপডেট: ৩ বছর আগে

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়েছে। আজ সোমবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) এ কে এম নূর হোসেন নির্ঝরের নেতৃত্বে জাফলংয়ের নয়াবস্তি বল্লাঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে অবৈধভাবে পাথর উত্তোলনের দায়ে ১২টি শ্যালো মেশিন আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়। একই সঙ্গে এ কাজে জড়িত থাকায় একজনকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় গোয়াইনঘাট থানার এসআই আবুল হোসেন, বিজিবির তামাবিল ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার জয়নাল আবেদিনসহ পুলিশ ও বিজিবির সদস্যরা উপস্থিত ছিলেন।

গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) এ কে এম নূর হোসেন নির্ঝর বলেন, অবৈধভাবে পাথর উত্তোলন চলছে এমন সংবাদ পেয়ে টাস্কফোর্স গঠন করে অভিযান চালিয়ে ১২টি শ্যালো মেশিন ধ্বংস করা হয়েছে। একই সঙ্গে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অবৈধভাবে পাথর উত্তোলন বন্ধ করতে টাস্কফোর্সের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি