চিকিৎসা ক্ষেত্রে সরকার যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করছে: পরিকল্পনা মন্ত্রী

সিলেট ডায়রি ডেস্ক;
  • প্রকাশিত: ৮ এপ্রিল ২০২২, ৭:৩৫ অপরাহ্ণ | আপডেট: ২ বছর আগে

পরিকল্পনা মন্ত্রী এম এ. মান্নান বলেছেন, চিকিৎসা ক্ষেত্রে শেখ হাসিনা সরকার যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করছে। মহামারি করোনাকালীন সময়ে চিকিৎসা ক্ষেত্রে সরকারের ব্যাপক সুযোগ সুবিধা থাকায় দেশের নাগরিকরা চিকিৎসা সেবা নিতে পেরেছে।

তিনি শুক্রবার (৮ এপ্রিল) সিলেট ডায়াবেটিক এন্ড জেনারেল হাসপাতালের কার্যক্রম পরিদর্শন ও ডায়াবেটিক সমিতির নেতৃবৃন্দের সাথে বীর মুক্তিযোদ্ধা ইফতেখার হোসেন শামীম সভা কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। মন্ত্রী আরো বলেন, ডায়াবেটিস জটিল রোগ হলেও সচেতনতা ও নিয়মিত ঔষধ সেবনের মাধ্যমে সুস্থ্য থাকা সম্ভব। তিনি আন্তরিকতার সাথে ডায়াবেটিক হাসপাতালের কার্যক্রম পরিচালনার আহ্বান জানান। পাশাপাশি তিনি হাসপাতালের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

সিলেট ডায়াবেটিক সমিতির কার্যকরি পরিষদের সভাপতি অধ্যাপক ডা. এম. এ. আহবাব এর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট নিজাম উদ্দিন এর পরিচালনায় মতবনিময় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক লোকমান আহমদ, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাবেক সাংসদ সৈয়দা জেবুন্নেছা হক, সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আলহাজ্ব আশফাক আহমদ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সমিতির সহ সভাপতি ডা. মো. আলতাফুর রহমান, ডা. আজিজুুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক প্রদীপ কুমার ভট্টাচার্য্য এডভোকেট, কোষাধ্যক্ষ এম. এ. মান্নান, যুগ্ম কোষাধ্যক্ষ শিবব্রত ভৌমিক চন্দন, সদস্য জামিল আহমদ চৌধুরী, মুজিবুর রহমান শওকত, সাংবাদিক আফতাব চৌধুরী, নাজনিন হোসেন, নজমুল হক, বশিরুল হক, এডভোকেট সিদ্দিকুর রহমান, সদস্য কো-অপ্ট এমাদুল্লাহ শহীদুল ইসলাম শাহীন, সুপারিনটেন্ডেট ডা. আলাউদ্দিন আহমদ, কনসালটেন্ট ডা. এম. এ লতিফ, ডা. জাকির হোসেন, ডা. জিয়াউর রহমান, মেডিকেল অফিসার ডা. ললিত মোহন নাথ, ডা. রাশেদা চৌধুরী, ডা. এটিএম জাফর আহমদ দুলন, ডা. স্বপন কুমার দাস, ডা. আবুল কালাম মো. জিয়াউল হক, ডা. নিহারেন্দু দাস, ডা. শিউলী রানী বিশ্বাস, ডা. আব্দুল মুক্তাদির কোরেশী, ডা. শিহাব আহমদ রাফি, ডা. প্রণবেন্দু দেব রায়, ডা. তাহমিনা মালেক প্রমুখ।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি