কাল থেকে চালু হচ্ছে সিলেটের বিমানবন্দর

নিজস্ব প্রতিবেদক ;
  • প্রকাশিত: ২২ জুন ২০২২, ৮:৪৭ অপরাহ্ণ | আপডেট: ২ বছর আগে

বন্যার পানিতে তলিয়ে গিয়েছিলো ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে।২ দিন পর বন্যার পানি নেমে গেলেও এপ্রোচ লাইট তলিয়ে থাকার কারণে গত ৫ দিন ধরে বন্ধ ছিলো সিলেট বিমানবন্দরে ফ্লাইট উঠানামা।

শেষ পর্যন্ত বৃহস্পতিবার (২৩ জুন) থেকে ফের চালু হচ্ছে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর।

বিনিশ্চিত করেছেন বিমানবন্দরের স্টেশন ম্যানেজার আব্দুস সাত্তার।

জানা যায়, রানওয়েতে পানি উঠে পড়ায় গত শুক্রবার ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব ধরনের ফ্লাইট ওঠানামা বন্ধ করে দেয়া হয়। পরিবর্তন করা হয় লন্ডন ফ্লাইটের শিডিউল। দুদিন পর গত রোববার রানওয়ের পানি নেমে গেলেও বিমান অবতরণের কাজে ব্যবহৃত এপ্রোচ লাইটগুলো তলিয়ে থাকায় বিমানবন্দর চালু করা সম্ভব হয়নি।

একটি সূত্র জানিয়েছে, পানি নেমে যাওয়ার পরও এপ্রোচ লাইটগুলো জ্বলছে না। এ অবস্থায়ও বিমানযাত্রীদের কথা বিবেচনায় বিমানবন্দর চালু করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। তবে রাতের ফ্লাইটগুলোর ব্যাপারে বিভিন্ন এয়ারলাইন্স এখনও পুরোপুরি সিদ্ধান্ত নিতে পারেনি, দিনের ফ্লাইটগুলো শিডিউল অনুযায়ী উঠা-নামা করবে।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি