করোনা আক্রান্ত হলেন অধ্যাপক ডা. তারেক আজাদ

নিজস্ব প্রতিবেদক ;
  • প্রকাশিত: ২১ মার্চ ২০২১, ৮:৪৭ অপরাহ্ণ | আপডেট: ৩ বছর আগে

সিলেট মা ও শিশু হাসপাতালের ব্যাবস্হাপনা পরিচালক ও জালালাবাদ রাগিব রাবেয়া হাসপাতালের পরিচালক এবং শিশুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ মোঃ তারেক আজাদ করোনা আক্রান্ত হয়েছেন । রোববার (২১ মার্চ) তার কোভিড-১৯ পরিক্ষার রিপোর্ট পজেটিভ আসে ।

অধ্যাপক ডা. তারেক আজাদ এর পরিবার সূত্রে জানা যায়, নিয়মিত হাসপাতাল ও চেম্বারে রোগী দেখে আসছিলেন তিনি। গত শুক্রবার (১৯ মার্চ) ডা. তারেক আজাদ শরীরে জ্বর অনুভব করলে তিনি নিজ বাসায় আইসোলেশনে চলে যান। পরদিন শনিবার (২০ মার্চ) কোভিড-১৯ টেস্ট করান। আর রোববার কোভিড-১৯ রিপোর্ট পজেটিভ আসে । তবে তিনি বর্তমানে নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন ।

ডা. তারেক আজাদের দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা ।

বাংলাদেশে করোনা আসার পর থেকে তিনি নিয়মিত হাসপাতাল ও প্রাইভেট চেম্বারে শিশুদেরকে চিকিৎসা প্রদান করে যাচ্ছেন। করোনাকালীন সময়ে অধ্যাপক ডা. তারেক আজাদ গরীব, দুস্থ অসহায় শিশুদেরকে সম্পূর্ণ বিনামূল্যে এবং হাসপাতালে ভর্তি হলে সম্পূর্ণ তার নিজ খরচে চিকিৎসা সেবা প্রদান করে যাচ্ছেন।

 

 

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি