ইসরাইলি আগ্রাসন বন্ধ এবং রোজিনাকে হেনস্থার প্রতিবাদে সার্ক ফাউন্ডেশনের মানববন্ধন

সিলেট ডায়রি ডেস্ক;
  • প্রকাশিত: ২০ মে ২০২১, ৯:০০ অপরাহ্ণ | আপডেট: ৩ বছর আগে

নিরস্ত্র ফিলিস্তিনিদের উপর ইসরাইলি বর্বর হামলা ও নারকীয় আগ্রাসন বন্ধ এবং প্রথম আলোর জেষ্ঠ্য সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থার প্রতিবাদে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার সম্মুখে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন সিলেট মহানগর শাখা।

বৃহস্পতিবার (২০ মে) বিকেল চারটা থেকে সাড়ে ৫টা পর্যন্ত দেড়ঘন্টা ব্যাপি চলা প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে সভাপতিত্ব করেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন সিলেট মহানগর শাখার সভাপতি মোহাম্মদ মোসাদ্দিক হোসেন সাজুল।

সংগঠনের মহানগর শাখার সাধারণ সম্পাদক প্রভাষক তপন চন্দ্র পালের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের কেন্দ্রিয় বিশেষ প্রতিনিধি অধ্যাপক ইসলাম উদ্দিন, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছামির মাহমুদ, আন্তর্জাতিক বিশেষ প্রতিনিধি আবু সালেহ ইয়াহিয়া, উর্বশীর প্রতিষ্ঠাতা আবৃত্তিকার মোকাদ্দেস বাবুল, প্রথম আলোর ব্যুরো প্রধান উজ্জ্বল মেহেদী, জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য মিঠু দাস জয়,প্রমুখ।

আরও বক্তব্য রাখেন, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন সিলেট মহানগর শাখার সহসভাপতি অ্যাডভোকেট আলাউদ্দিন আহমদ, শফিক আহমদ, সার্ক মানবাধিকার জেলার সাবেক সভাপতি হুসাইন আহমদ, সাবেক সাধারণ সম্পাদক আবু সুফিয়ান, শেখ নুরুল ইসলাম খালেদ, বাংলাদেশ মানবাধিকার আন্দোলনের সভাপতি সালেহ আহমদ, ছাতক কমিটি সিলেটের সাবেক সাধারণ সম্পাদক আফজাল হোসেন, সার্ক মহানগর সহসভাপতি অমিতা বর্ধন, রাকিব আহমেদ, মিহির মোহন দাস, যুগ্ন সাধারণ সম্পাদক চৌধুরী শাহরিয়ার অভি, প্রচার সম্পাদক আশরাফ হোসাইন সাজু,আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মনির উদ্দিন।

উপস্থিত ছিলেন, বাংলাদেশ হিউম্যিনিটি সোসাইটির ফাউন্ডার কামাল আলি গাজী, কো.ফাউন্ডার রবিউল আহমেদ, দক্ষিণ সুরমা থানার সভাপতি মো. পংকি মিয়া, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল আহমদ, জালালাবাদ থানার সাধারণ সম্পাদক রতিন্দ্র দাস ভক্ত, শাহপরান থানার সভাপতি সৈয়দ রুহুল আমিন, সাধারণ সম্পাদক ফাহাদ আহমদ চৌধুরী, এয়ারপোর্ট থানার সভাপতি ফখরুল ইসলাম,সাধারণ সম্পাদক আশিক আলি, সিনিয়র সহসভাপতি এম জামাল উদ্দিন, যুগ্ম সম্পাদক মোস্তফা হুসেন সম্রাট, মোর্শেদ আহমেদ, সদস্য রুহেল আহমেদ, শাহিন আহমেদ প্রমুখ।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি